গাছকে নিয়মিত খাবার দিন। যেমন—কালো মাটি, বালু বা ইটের চূর্ণ, সরিষা বা নীলের খোসা ইত্যাদি।
১) বনসাই অতিরিক্ত পানিবদ্ধতা এবং রোদ—কোনোটাই সহ্য করতে পারে না। তাই এ বিষয়ে খেয়াল রাখুন।
২) বনসাই ধুলো-ময়লামুক্ত রাখতে পানি দিয়ে পাতা ও ডাল মুছে দিন।
৩) টবের মাটিতে পোকামাকড় কিংবা ছত্রাকের প্রাদুর্ভাব হলে সঠিক মাত্রায় ওষুধ প্রয়োগ করুন।
৪) এমন স্থানে রাখুন, যেখানে আলো-বাতাস চলাচল করে কিন্তু লোকজনের যাওয়া-আসা কম।
৫) নির্ধারিত আকৃতি ঠিক রাখতে নির্ধারিত ডালপালা বাদে ছাঁটাই করুন।
৬) বেশি ব্যস্ত থাকলে সঠিক মাত্রায় তরল সার প্রয়োগ করতে পারেন।
৭) অবশ্যই প্রতি এক বছর অন্তর টবের মাটি পরিবর্তন করুন।
৮) গাছের ছাঁটাইসহ অন্যান্য কাজে বনসাই পরিচর্যার জন্য নির্ধারিত যন্ত্রপাতি ব্যবহার করুন।
খেয়াল রাখবেন:
১) বনসাইটির রুট বেইস ভালো কি না।
২) প্রাকৃতিকভাবেই গাছটি সৌন্দর্য প্রকাশ করছে কি না।
৩) গাছের বাকলে বয়সের ছাপ স্পষ্ট কি না। ভালো বনসাইয়ের মূল কাণ্ড দেখলেই বয়সের ছাপ বুঝা যায়।
৪) বনসাইটি আদি বৃক্ষের বৈশিষ্ট্য বহন করে কি না।
৫) বনসাইটি দেখতে বড় বৃক্ষের মত লাগে কিনা।
(সংগ্রহিত)