বনসাই ৩ ভাবে করা যায়। ১। বীজ থেকে ২। নার্সারী গাছ থেকে ৩। বড় গাছ সংরহ করে কেটে ছোট করে। এছাড়া পুরানা বাড়ীতে হয়ে থাকা গাছ বা পাহাড় এর গর্তে বা গায়ে হয়ে থাকা গাছ সংরহ করেও করা যায়।
বনসাই এর জন্য চারা গাছ যে কোন স্থান থেকে সংগ্রহ করা যায়। বীজ থেকেও চারা সংগ্রহ করা যায়, আবার কলমের চারাও সংগ্রহ করা যায়। কলমের মধ্যে কাটিং,লেয়ারিং,এয়ার লেয়ারিং ইত্যাদি উপায়ে চারা সংগ্রহ করা যায়। নার্সারি থেকে চারা লাগানো যায়। আবার, বট, পাকুড়, অশ্বত্থ গাছের চারা পুরাতন দেয়াল,পুরাতন ইটের স্তুপ থেকেও সংগ্রহ করা যায়। প্রকৃতির বিরুদ্ধে সংগ্রাম করে টিকে থাকা কষ্ট, সহিঞ্চু গাছ, যাদের যথেষ্ট বয়স হয়েছে অথচ তেমন বাড় হয়নি, এমন ধরনের গাছ বনসাই করার জন্য উপযুক্ত। এসব গাছ পোড়া অট্টালিকা, ভাঙ্গা প্রাচীর, পাথুরে জমি অথবা পাহাড়ী এলাকায় পাহাড়ের খাদে জন্মে থাকে। এরা ঠিকমত খাদ্য আহরণ করতে না পারায় কিছুটা বামনত্ব লাভ করে। এছাড়া গুটি কলম তৈরি করার পদ্বতিতে ও বয়স্ক গাছের সুপরিণত ডাল থেকে গুটিকলমের চারা তৈরি করে বনসাই করা যায়। গুটিকলমের জন্য উপযুক্ত সময় হলো বর্ষাকাল। বন দপ্তরের নার্সারী থেকে বিতরন করা চারাগুলোর মধ্যে অপেক্ষাকৃত পরিণত, কম উচ্চতা বিশিষ্ট, মোটাগুড়ির বেশি শাখা প্রশাখাযুক্ত গাছকে বনসাইয়ের জন্য নির্বাচন করা যেতে পারে।
পাথুরে জমি বা পোড়ো বাড়ির দেয়াল থেকে চারা সংগ্রহ পদ্বতিঃ
বর্ষার শুরুতে কিংবা শীতের শেষে চারা সংগ্রহ করা উত্তম। চারা সংগ্রহের ধারাবাহিক পদ্বতি নিম্নরুপ ঃ
* বেশ কয়েকদিন পানি দিয়ে কাঙ্খিত চারার চারপাশ ভিজিয়ে রাখতে হবে।
* গুড়ির চারপাশে ৬ ইঞ্চি বা ১৫ সেঃ মিঃ বাদ দিয়ে ৭.৫ সেঃ মিঃ চওড়া ও ১৫ সেঃ মিঃ গভীর একটি গোলাকার নালা কাটতে হবে।
* নালার মাটি সম্পুর্ণভাবে তুলে তাকে সমপরিমাণ বালি ও পাতাপচা সার দিয়ে ভরাট করতে হবে।
* ৩/৪ সপ্তাহের মধ্যে নতুন শিকড়ে নালাটি ভরে উঠবে। অতঃপর গাছের নিচের দিকে সুড়ঙ্গ করে তিন ভাগের এক ভাগ মূল শিকড়টি কেটে ফেলতে হবে। ফলে শাখা শিকড়গুলোর কার্যকারিতা বেড়ে যাবে। ১০ দিন পর আরও এক তৃতীয়াংশ এবং পরবর্তী ১০ দিন পর বাকী তিন ভাগের এক অংশ মূল শিকড় কেটে ফেলতে হবে।
* এভাবে আরও ১০ দিন পর চারা গাছটিকে সাবধানে মাটি ও শিকড় সমেত তুলে আনতে হবে। সাধারণতঃ বিকালের দিকে চারা তুলতে হয় এবং চারা গাছের শিকড়কে ভিজা মস দিয়ে ঢেকে রাখা উচিত।
পাথরের খাঁজ বা পোড়ো দালানের দেয়াল থেকে চারা গাছ সংগ্রহ করা অনেকটা সহজ। গাছ সংগ্রহের ১০-১৫ দিন পূর্ব থেকে পানি সেচ দিয়ে চারপাশ ভিজিয়ে রাখতে হবে। পাথর কিংবা ইটগুলোকে ধীরে ধীরে ভেঙ্গে ফেলে চারাকে শিকড়সহ তুলে আনতে হয়।
(সংগ্রহিত)