(১)অনেকে মনে করে যে গোটা গাছে তার পেঁচালে বনসাই হয়ে যাবে কিন্তুু এটা ভুল ধারনা। গাছের সব ডাল ওয়ারিং করা লাগে না।
(২)বর্ষাকালে গাছ ওয়ারিং থেকে বিরত থাকুন কারণ এই সময় গাছের ডালের নমনীয়তা কম থাকে।
(৩)এলমুনিয়াম বা তামার তার ব্যাবহার করা উত্তম।
(৪) ওয়ারিং দুই ভাবে করা যায় তার পেঁচিয়ে এবং টানা দিয়ে। তার পেচিয়ে ওয়ারিং করালে Maximum ৪০ দিন পর খুলে দেখতে হবে।যদি ডাল ঠিকভাবে না থাকে পুনরায় ওয়ারিং করতে হবে। গাছের গ্রোথের উপর ওয়ারিং সময়টা নির্ভর করে গ্রোথ ভালো থাকলে কম সময়ে ওয়ারিং হয়ে যায়।
(৫)খেয়াল রাখবেন গাছে যেন গভীর দাগ না পরে।দাগ পড়লে গাছের প্রাকৃতিক সৌন্দর্য হারায় ।তাই গাছে হালকা দাগ পরলেই খুলে দিবেন।(সংগ্রহিত)