(১)প্রথমে বনসাই গাছের স্টাইল অনুযায়ী গঠন ঠিক করেতে হবে। সাধারণত একটা বনসাই গাছের গঠন আসতে Minimum (2-3) বছর লাগে এবং তা নির্ভর করবে অভিজ্ঞতার উপর।
(২) গাছর গঠন হওয়ার পরে গাছটির আকার আনুযায়ী বনসাই মিক্স মাটি দিয়ে বড় টপে বা পাএে গাছের গোড়ার মাটি না ঝরিয়ে লাগিয়ে দেন। মার্চ -এপ্রিল মাস মধ্যে লাগানো উত্তম।
(৩) গাছ লাগানোর পর ১ বছর যদি কোনো ডাল কাটিং না করা হয়, তা হলে সহজে অনেক এরিয়াল রুট বা শিকড় এবং ডাল পূর্ণ পরিপক্ব হওয়ার ফলে কুঁড়ি বেশি বের হয়।
(৪)গাছের গঠন ঠিক না হলে এরিয়াল রুট গুলো কেটে ফেলুন কারণ গাছের গঠন হওয়ার আগে শিকড় Allow করলে আগা মোটা গোড়া চিকন হয়ে গাছের Balance নষ্ট হয়ে যায়।
(সংগ্রহিত)