(১)বছরে একবার (মার্চ -মে )মাসের মধ্যে মাটি পরিবর্তন করা উত্তম।বর্ষাকালে মাটি পরিবর্তন না করায় ভালো।
(২)গাছের মাটি ৯০% শুকনো আবস্থায় মাটি পরিবর্তন করা উত্তম। মাটি ভেজা থাকলে গাছের মাটি পরিবর্তন করবেন না কারণ এতে গাছের ক্ষতি হয় এবং মাটি পরিবর্তন করতে অসুবিধা হয়।
(৩)মাটি পরিবর্তন এর সমায় ২”(Mother soil) রেখে বাকি মাটি ফেলে দিতে হবে।
(৪) মাটি পরিবর্তনের সময় গাছের নিচের মোটা শিকড় গুলো এমন ভাবে কাটিং করবেন যেনো বনসাই পটে গাছ লাগানোর সময় অসুবিধা না হয়।
(৫) বনসাই স্টাইল অনুযায়ী সঠিক ভাবে গাছটি লাগাবেন খেয়াল রাখবেন যেনো গাছটি পিছনে হেলে না থাকে।
(৬)গাছ লাগানের সময় মাটি বেশি চাপবেন না এতে পানি নিষ্কাশন আসুবিধা হয়।প্রয়োজন পরলে গোড়াটা হলকা চাপবেন।
(৭)মাটি পরিবর্তনের পর গাছের বেশি পানি লাগে না তাই প্রয়োাজন মতো পানি দিবেন জাতে মাটি বেশি দিন ভেজা বা সেঁতসেঁতে না থাকে।টপের মাটি ভেজা থাকলে তা শুকানোর পর দ্বিতীয় বার পানি দিবেন ।
(৮)মাটি পরিবর্তন করে আলো এবং বতাস চলাচল করতে পারে এমন ছায়াযুক্ত স্থানে রেখে ৭ দিন পরে রোদে দিবেন।
(সংগ্রহিত)