গুটি কলম পদ্ধত্তিতে সব #Ficus #variety কলম করা যাবে।এইখানে একটি ফাইকাস ভাইরেনস এর কলম পদ্ধত্তি দেওয়া হলো –
(১) প্রথমে বনসাই উপযোগী ১-৫ বছরের ডাল নির্বাচন করতে হবে।
(২) চৌখ নির্বাচন করতে হবে। সেটা সামনে পিছে ডানে বা বামে হতে পারে। তার পর চৌখের একটু নিচে থেকে বাকল কাটিং করতে হবে।
(৩)চৌখ নির্বাচন আবশ্যক কারণ চৌখের নিচে দিয়ে maximum ২১ দিনের মধ্যে শিকোড় বের হয়।
(৪)গুটি কলমের জন্য প্রয়োজন একটি ধারালো চাকু,অল্প মাটি এবং গোবর সার মিক্স , কিছু সুতা এবং সিকেচার।
(৫)শিকোড়ের বাদামি রং হয়ে গেলে সিকেচার বা হেকশো ব্লেড দিয়ে কাটিং করুন।
(৬) নরমাল মাটি ৭০% এবং পুরোনো গোবর সার ৩০% ভালো করে মিক্স করে ৮” উচু টপে লাগিয়ে ৭ দিন ছায়াযুক্ত স্থানে রাখে তার পর রোদে দিবেন।
এই ভাবে খুব সহজে ভালো গাছ সংগ্রহ করতে পারবেন।
(সংগ্রহিত)