বনসাই তৈরীর ক্ষেত্রে নিরবাচিত গাছটিকে প্রথমে বড় টবে লাগাতে হয়। এর জন্য দো-আঁশ মাটি সবচেয়ে উপযোগী। এছাড়া এতে কম্পোস্ট সার ,ইটের গুড়ো, বালি, পাথর এর গুড়ো,পোড়ামাটির গুড়ো,ছাই ইত্যাদি মেশানো উচিৎ। সম্ভব হলে এতে কেঁচো সার, গোবর সার ইত্যাদি মেশানো উচিৎ। মাটি এমন ভাবে তৈরি করতে হবে যাতে পানি নিষ্কাশন ভাল হয়।
এভাবে গাছটিকে প্রথম কয়েক বছর বড় টবে পালার পর জখন গাছটি কাংখিত রুপ ধারণ করে তখন গাছটিকে পাতলা ট্রেতে আনতে হয়। ট্রের মাটি তৈরী আবার ভিন্ন। বনসাইর ট্রের মাটি তৈরীর জন্য লাগবে হাড়ের গুরা (10%), ছোট পাথর (20%), পোড়া মাটি(20%), কোকোপিট (20%), পচাকালো গোবড় (20%) ছাই ও মোটা বালি (10%) হারে মিশিয়ে মটি তৈরী করতে হবে। এত বনসাইর মাটিতে কেঁচো জন্মাবে না, গাছের পাতা বেশি হবে এবং সবুজ হবে, ফল ও ফুল দুটিই আসবে।
(সংগ্রহিত)